News71.com
 Bangladesh
 24 Jun 19, 11:12 AM
 114           
 0
 24 Jun 19, 11:12 AM

বোয়ালমারীতে ১৭ মাদক কারবারির আত্মসমর্পণ ।।

বোয়ালমারীতে ১৭ মাদক কারবারির আত্মসমর্পণ ।।

নিউজ ডেস্কঃ 'মাদক ছেড়ে চলো আলোর পথে' স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ জন মাদক ব্যবসায়ী ও দুইজন মাদকসেবী আত্মসমর্পণ করেছে। মাদক ছেড়ে যারা ভালো হতে চায় এমন ১৭ জন গতকাল রবিবার বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসানের নিকট আত্মসমর্পণ করে। আজ সোমবার ফরিদপুরের পুলিশের মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী আত্মসমর্পণকারী মাদক কারবারিদের পুরস্কৃত করবেন এবং তারা যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে পুলিশ সে ব্যবস্থা করবে।

আত্মসমর্পণকারী ১৭ মাদককারবারী হল- দশটি মাদক মামলার আসামি রেবেকা ওরফে বিন্দু মাসি, সাত মামলার আসামি কবির শেখ, বাবলু শেখ, আল আমিন শেখ, আমিনুল কাজী, বিল্লাল শেখ, রমজান আলী, রানা শেখ, বদিয়ার রহমান, তরিকুল ইসলাম, সহিদুল ইসলাম, লক্ষ্মণ বিশ্বাস, কালু মোল্যা, নুর ইসলাম মোল্যা, ফজলু সিকদার ও মাদককারবারি দম্পতি সৈয়দ আলী এবং তার স্ত্রী তাসলিমা বেগম। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী স্যারের আহ্বানে এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের উদ্যোগে সাড়া দিয়ে মাদক ছেড়ে সুস্থ্ জীবনে ফিরে আসার জন্য এসকল মাদক ব্যবসায়ী ও মাদক সেবীগণ থানা পুলিশের নিকট আত্মসমর্পণ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন