News71.com
 Bangladesh
 23 Jun 19, 09:29 PM
 128           
 0
 23 Jun 19, 09:29 PM

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই॥

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণে চলবে কাউন্সিল। আজ রোববার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কাউন্সিল উপলক্ষে আগামী ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ জুন ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ। ২৭ ও ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ। ২৯ ও ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ।

প্রার্থিতা যাচাই-বাছাই হবে ১,২ ও ৩ জুলাই। প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই। প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই। প্রার্থীদের সম্পর্কে আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই। ৭ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। প্রার্থীরা ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদল কমিটি গঠনের সার্চ কমিটির প্রধান শামসুজ্জামান দুদু বলেন, বিবাহিতরা ছাত্র নয়, তারা প্রার্থী হতে পারবেন না। ভোটগ্রহণের স্থান এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন