News71.com
 Bangladesh
 23 Jun 19, 06:54 PM
 94           
 0
 23 Jun 19, 06:54 PM

মোহাম্মদপুরে রঙের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ।।

মোহাম্মদপুরে রঙের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ রাজধানী মোহাম্মদপুর থানাধীন আজিজ কো-অপারেটিভ এর মোড়ে দুই তলা ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত হয়েছে। তারা হলেন- নোয়াখালীর মৃত সালেহ আহম্মদের ছেলে রাজন (২৭) ও আ. জলিলের ছেলে আসিফ (২৬)। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের সহকর্মী আলমগীর জানান, আজ সকাল ১১টা দিকে তিনিসহ তিনজন মিলে রঙের কাজ করছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা ৪৪০ ভোল্ডেজের তারের সঙ্গে স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যাবার সময় আসিফ জলিলকে ধরলে দুইজনই নিচে পড়ে যান। গুরুত্বর আহত হলে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২৪ মিনিটে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন