নিউজ ডেস্কঃ বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন আগামীকাল সোমবার। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব কেন্দ্রে মক (রিহার্সেল) ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এদিন সকাল ৯টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়। সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী প্রতীক পাওয়ার পর গত কয়েকদিন ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পক্ষে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারাও প্রচারণায় অংশ নেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত এসএমটি জামান নিকেতা (নৌকা), বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), মুসলিম লীগ মনোনীত মুফতি রফিকুল ইসলাম (হারিকেন), বাংলাদেশ কংগ্রেস মনোনীত মুনসুর রহমান (ডাব), স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মণ্ডল (আপেল) ও সৈয়দ কবির আহেম্মদ মিঠু (ট্রাক)। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিঠু সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।