News71.com
 Bangladesh
 23 Jun 19, 10:38 AM
 142           
 0
 23 Jun 19, 10:38 AM

দক্ষিণ এশিয়ায় নারীরা সফলতার দৃষ্টান্ত রাখছে॥স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

দক্ষিণ এশিয়ায় নারীরা সফলতার দৃষ্টান্ত রাখছে॥স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ায় তারা সফলতার দৃষ্টান্ত রাখছে। যা অনুসরণযোগ্য এবং অনুপ্রেরণার উৎস। আজ শনিবার ঢাবির টিএসসি মিলনায়তনে ‘ইতিহাসে নারী: দক্ষিণ এশিয়া প্রসঙ্গ’ প্রতিপাদ্য নিয়ে ৪৯তম বার্ষিক আন্তর্জাতিক ইতিহাস সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। স্পিকার বলেন, কৃষি, অর্থনীতি ও রাজনীতিতে নারীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আবার অনেক নারী অবদান রাখা সত্ত্বেও কাজের স্বীকৃতি পাননি। এ সকল নারীর অবদান চিহ্নিত করতে হবে।

 

তিনি বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান,৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে এসেছে। এসময় তিনি নারীর গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরতে ইতিহাস গবেষকদের গবেষণা বৃদ্ধির আহ্বান জানান। তিনি আরও বলেন, বাঙালি জাতির ইতিহাস-সংগ্রাম ও শোষিত হওয়ার ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এ সকল ক্ষেত্রেই বাঙালির রয়েছে বিজয়গাথা-বীরত্বের ইতিহাস। দক্ষিণ এশিয়ার নারীদের বিজয়গাথা গৌরবোজ্জ্বল ইতিহাসের কারণেই সভ্যতা ও সমাজ এগিয়ে গেছে বলে মনে করেন ড. শিরীন শারমিন চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন