News71.com
 Bangladesh
 22 Jun 19, 07:43 PM
 119           
 0
 22 Jun 19, 07:43 PM

আগামীকাল থেকে রাজউকের সেবা সপ্তাহ শুরু॥

আগামীকাল থেকে রাজউকের সেবা সপ্তাহ শুরু॥

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের সেবা সপ্তাহ শুরু করছে। সেবা গ্রহীতাদের সহজে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এ সপ্তাহ পালন করছে রাজউক।আগামীকাল রবিবার (২৩ জুন) শুরু হয়ে সেবা সপ্তাহ চলবে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত।সেবা সপ্তাহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আতিকুর রহমান।তিনি জানান, আগামী ২৩ থেকে ২৭ জুন রাজউক ভবনে ‘রাজউক সেবা সপ্তাহ ২০১৯’ অনুষ্ঠিত হবে। সেবা সপ্তাহ চলাকালে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদনপত্র, রাজউকের প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দান-সেবা, আম-মোক্তার অনুমোদন ইত্যাদি সেবাসমূহ প্রদান করা হবে।


আগামিকাল রবিবার মতিঝিলের রাজউক ভবনে সেবা সপ্তাহ উদ্বোধন করা হবে। গণমাধ্যমকে তিনি বলেন, সেবা গ্রহীতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই রাজউকের সেবা সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য। আগ্রহী সেবা গ্রহীতাদের সেবা সপ্তাহে সেবা গ্রহণ এবং সেবা উন্নয়নে পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন