নিউজ ডেস্কঃ বাংলাদেশের ৪৩৪ অবৈধ শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব সরকার। এদিন সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে সৌদি এয়ারলাইন্সের এসবি৩৮০৪ ফ্লাইটে করে রিয়াদ থেকে ঢাকায় ফেরত আসেন তারা। বিমানবন্দর এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি শ্রমিকের বেশির ভাগই সৌদি আরবের বিভিন্ন কারাগারে জেল খেটেছেন। দেশটিতে অবস্থানে বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। কারাভোগ শেষে বাংলাদেশ দূতাবাসের আউটপাস নিয়ে এসব শ্রমিক অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দেয় সৌদি সরকার।