News71.com
 Bangladesh
 21 Jun 19, 08:33 PM
 141           
 0
 21 Jun 19, 08:33 PM

রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের আরও ১৫ জেলা॥রেলমন্ত্রী

রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের আরও ১৫ জেলা॥রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশে রেলসেবা সম্প্রসারিত করে আরো ১৫ জেলাকে নেটওয়ার্কের আওতায় আনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, "বর্তমানে দেশের ৪৪ জেলায় রেলপথ রয়েছে এবং নিয়মিত ট্রেন চলাচল করে। রেলের নেটওয়ার্ক বাড়াতে আমরা আরও ১৫টি জেলাকে রেল নেটওয়ার্কে আনার ব্যবস্থা নিচ্ছি।" আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন রেলমন্ত্রী। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা মানে সবার অধিকার বাস্তাবায়ন হওয়া। সরকার এ নীতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রেলখাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর এখন একলাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেল সেতু বানাতে চাই। ডুয়েলগেজ বিশিষ্ট ডাবল রেললাইনের এ সেতু নির্মাণে সব সমীক্ষা শেষ হয়েছে। জাপানি অর্থায়নে এটি নির্মাণ হবে। রেলমন্ত্রী আরও বলেন, নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। পাশাপাশি ফরিদপুর থেকে হয়ে পায়রা বন্দর এবং ঢাকা থেকে পায়রা বন্দর রেলপথে সম্পৃক্ত করা হবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরকেও সংযুক্ত করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগ করা হবে। এ সময়, ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড গতির ট্রেন চালুর সমীক্ষা চলছে। চট্টগ্রামের সব রেল ডাবল লাইনে রূপান্তর করা হবে বলেও জানান রেলমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন