News71.com
 Bangladesh
 20 Jun 19, 01:26 PM
 132           
 0
 20 Jun 19, 01:26 PM

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।।

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ।।

নিউজ ডেস্কঃ তাজিকিস্তান এবং উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদশ এয়ারলাইন্সর একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভর্থ্যনা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এমসয় তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে রওনা দেন আবদুল হামিদ।গত ১৩ জুন তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। ১৬ জুন দুশানবে থেকে উজবেকিস্তানের বুখারায় যান আবদুল হামিদ। পরে তাসখন্দ যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন