News71.com
 Bangladesh
 19 Jun 19, 06:54 PM
 161           
 0
 19 Jun 19, 06:54 PM

১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদনের শেষ দিন আজ ।।

১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদনের শেষ দিন আজ ।।

নিউজ ডেস্কঃ ১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে আজ বুধবার সন্ধ্যা ৬টায়। এ সময়ের মধ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এই লিঙ্কে- http://ntrca.teletalk.com.bd/home.php আবেদন করা যাবে। জানা গেছে, সন্ধ্যা ৬টার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়া যাবে আবেদন ফি। ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।গত ২৮ মে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৩০ আগস্ট।

জানা গেছে, ৩০ আগস্ট সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার স্থান উল্লেখ থাকবে।এর আগে গত ১৯ মে প্রকাশিত হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন