নিউজ ডেস্কঃ সবকিছুতেই যদি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তাহলে তাদের (সচিব) এ দেশে থাকার দরকার কী? সেক্রেটারিরা (সচিব) কি তাদের (ব্যবসায়ীদের) পকেটে ঢুকে গেছে? আজ মঙ্গলবার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে রিট শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে সরকারি দফতরে সচিবদের কর্মকাণ্ড প্রসঙ্গে এ কথা বলেন। আদালত বলেন, অফিস বন্ধের সময় বদলির আদেশ দিয়েছে, লজ্জাই নাই? এ রকম করলে তো সৎ অফিসাররা ডিমরালাইজড হয়ে যাবে। নিরুৎসাহিত হয়ে যাবে। যারা বন্ধের দিনে এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। মামলায় রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বিএম আলতাফ হোসেন।
আইনজীবী বলেন, আড়ংয়ে ৭শ’ টাকার পাঞ্জাবি কত টাকা রাখা হয়েছিল সেটা দেখেছেন। আড়ংয়ের আউটলেট যিনি বন্ধ করেছিলেন তাকে বদলি করে দেওয়া হয়। হাইকোর্ট বলেন, ওষুধের প্যাকেটে মেয়াদের তারিখ এত ছোট করে দেওয়া হয় দেখাও যায় না। বোঝা যায় না। মনে হয়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এটা প্রপারলি ভিজিবল হওয়া উচিত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, একজন রোগী মূমুর্ষূ অবস্থায় ওষুধ গ্রহণ করে থাকেন। সে সময় যদি মেয়াদোত্তীর্ণ ওষুদ গ্রহণ করেন তাহলে তার জন্য আরও ক্ষতিকর হতে পারে। এরপর রিটকারীর আইনজীবী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বন্ধে আদালতের নির্দেশনা চাইলে আদালত রুলসহ আদেশ দেন। রুলে দেশের সব ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ একমাসের মধ্যে সরিয়ে ফেলে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।