News71.com
 Bangladesh
 18 Jun 19, 07:31 PM
 109           
 0
 18 Jun 19, 07:31 PM

দিনাজপুরের হাকিমপুরে লোহার আকরিকের খনি আবিষ্কার॥

দিনাজপুরের হাকিমপুরে লোহার আকরিকের খনি আবিষ্কার॥

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দীর্ঘ ২ মাস ধরে কূপ খনন করার পর লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কার করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।আজ মঙ্গলবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানায়, সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নিচে ৪০০ ফুট পুরুত্বের লোহার একটি স্তর পাওয়া গেছে।জিএসবির উপপরিচালক মোহাম্মদ মাসুম জানিয়েছেন, পৃথিবীর যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশের লোহার মান ৬৫ শতাংশের ওপরে। আর কানাডা, চীন, ব্রাজিল, সুইডেন ও অস্ট্রিলিয়ার লোহার মান ৫০ শতাংশের নিচে। জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। হাকিমপুরের ইসবপুরে লোহার খনি আবিষ্কার বাংলাদেশে এটিই প্রথম। যা দেশের জন্য একটি ব্যতিক্রমী ঘটনা। যার ব্যপ্তি ৬-১০ স্কয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে কপার, নিকেল ও ক্রুমিয়ামেরও উপস্থিতি রয়েছে। ১১৫০ ফুট গভীরতায় চুনাপাথরের অস্তিত্বেরও সন্ধান পাওয়া গেছে।

জানা যায়, উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রাম। এই গ্রামের কৃষক ইছাহাক আলীর কাছ থেকে ৫০ শতক জমি ৪ মাসের জন্য ৪৫ হাজার টাকায় ভাড়া নিয়ে খনিজ পদার্থের অনুসন্ধানে কূপ খনন শুরু করে ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর।জিএসবির উপপরিচালক (ড্রিলিং ইঞ্জিনিয়ার) মো. মাসুদ রানা জানান, গত ১৯ এপ্রিল থেকে আমরা হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করি। এ সময় ৩ শিফটে ৩০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল এই কার্যক্রম পরিচালনা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন