News71.com
 Bangladesh
 18 Jun 19, 11:03 AM
 105           
 0
 18 Jun 19, 11:03 AM

বিএনপিই জাতীয় সংসদের প্রকৃত বিরোধী দল॥ এমপি হারুন

বিএনপিই জাতীয় সংসদের প্রকৃত বিরোধী দল॥ এমপি হারুন

নিউজ ডেস্কঃ বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ নিজেদেরকে সংসদের ‘প্রকৃত বিরোধী দল’ বলে দাবি করেছেন ।তার বক্তব্যের সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা হৈ চৈ করে প্রতিবাদ জানাতে থাকেন। গতকাল সোমবার সংসদের চলতি ২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় তিনি এই দাবি করেন। সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এবং গতকাল সোমবার ও আগের দিন গত রোববার সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্যরা বিএনপির সদস্যদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। অন্যদিকে বিএনপির সদস্যদের বক্তব্য ছিল সরকারি দলের প্রতি আক্রমণ করে। বিএনপির হারুন বলেন, আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ গা বাঁচিয়ে আমরা কথা বলি না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন? মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন, তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল। এসময় জাতীয় পার্টির সদস্যদের হৈ চৈয়ের মধ্যেই হারুন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কিছু একটা বলতে চাইছিলেন। তার কথা শেষ হওয়ার আগেই তার বক্তব্যের নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে মাইক বন্ধ হয়ে যায়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবিতে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হারুন বলেন, সারাদেশে বিএনপিদলীয় নেতাকর্মীরা বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হচ্ছে, তাদের নামে গায়েবী মামলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন