News71.com
 Bangladesh
 18 Jun 19, 10:45 AM
 88           
 0
 18 Jun 19, 10:45 AM

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ আজ।।

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ আজ।।

নিউজ ডেস্কঃ মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে আদেশের দিন ধার্য রেখেছেন। গতকাল সোমবার হাইকোর্টে এ জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান শুনানি করেন।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানির মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। কিন্তু পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন না আসায় নিম্ন আদালতে জামিন শুনানি করতে পারছিলেন না খালেদা জিয়ার আইনজীবীরা। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন