News71.com
 Bangladesh
 16 Jun 19, 10:24 PM
 148           
 0
 16 Jun 19, 10:24 PM

উপজেলা নির্বাচন॥ মাদারীপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

উপজেলা নির্বাচন॥ মাদারীপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ও বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ রবিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন