
নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লোকসান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত নিট লোকসান দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৪ কোটি টাকা। আসন্ন ২০১৯-২০ অর্থবছর নিট লোকসান ৫ হাজার ৬৭০ কোটি টাকা দাঁড়াবে বলে হিসাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, সর্বোচ্চ লোকসানে আছে সরকারি বিদ্যুৎ খাত। এর লোকসান বেড়ে হয়েছে ১০ হাজার ২৭১ কোটি ৫৮ লাখ টাকা। আগের বছর এর লোকসান ছিল ৯ হাজার ২৮৪ কোটি টাকা। অনুরূপভাবে চলতি অর্থবছরে বিজেএমসির নিট লোকসান দাঁড়িয়েছে ৬৯৫ কোটি টাকা যা আগের বছর ছিল ৪৯৭ কোটি টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) লোকসান আগের বছর ৫৫৫ কোটি টাকা থেকে বেড়ে এবছর ৯১১ কোটি টাকা হয়েছে।
একইভাবে, বিআরটিসি এ বছর লোকসান দিয়েছে ৬০ কোটি টাকা, বিআইডব্লিউটিএ লোকসান করেছে ৬১ কোটি টাকা। এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০১৭-১৮ অর্থবছরের নিট মুনাফা ৭৯২ কোটি টাকা হতে চলতি অর্থবছর ৫৯১ কোটি টাকায় নেমে এসেছে। অপরদিকে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, পেট্রোলিয়াম কর্পোরেশন, বিটিআরসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রাজউক, পল্লী বিদ্যুত্সহ বেশ কিছু প্রতিষ্ঠান লাভজনক হওয়ায় সার্বিকভাবে নিট লোকসান কম হয়েছে। তবে এসব লাভজনক প্রতিষ্ঠানগুলোর নিট লাভও আগের চেয়ে কমেছে।