News71.com
 Bangladesh
 16 Jun 19, 06:38 PM
 91           
 0
 16 Jun 19, 06:38 PM

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দিদের নাস্তায় যুক্ত হলো মুখরোচক খাবার॥

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দিদের নাস্তায় যুক্ত হলো মুখরোচক খাবার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কারাবন্দিরা কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই মেন্যুতে সকালের নাস্তা করতো। এবার নাস্তায় যুক্ত হয়েছে মুখরোচক কিছু খাবার। কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

সম্প্রতি কারাবন্দিদের এই দুরাবস্থার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তিনি দ্রুত হাজতি ও কয়েদিদের খাবারের মেন্যু পরিবর্তনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসে কারা কর্তৃপক্ষ। তারা উদ্যোগ নেন কারাগারের প্রাচীন খাদ্য তালিকা পরিবর্তন করে মুখরোচক খাবার দেয়ার। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম মিলন জানান, নতুন মেন্যুতে একই খাবার পাবে একজন কয়েদি ও হাজতি। তারা সপ্তাহে ২ দিন পাবে ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি ও রুটি এবং বাকি ১ দিন হালুয়া ও রুটি। তিনি আরও বলেন, নতুন এই মেন্যুর বিষয়টি জেনে কারাবন্দিরা আনন্দ প্রকাশ করেছে। তারা দীর্ঘ যুগের মেন্যু পরিবর্তন করে কারাবন্দিদের বিষয় মাথায় রেখে নতুন মেন্যু প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন