News71.com
 Bangladesh
 14 Jun 19, 07:40 PM
 175           
 0
 14 Jun 19, 07:40 PM

দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু ॥

দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও তার স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোভ্যান চালক কাইমুদ্দিন ও তার স্ত্রী আনোয়ারা বেগম। তাদের বাড়ি উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের কুমড়ার চর এলাকায়।পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ বাজার থেকে কাইমুদ্দিন অটোভ্যান চালিয়ে দেবীগঞ্জ ডোমার সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভ্যানে তার স্ত্রী আনোয়ারা বেগম ও নাতনী আনিকা আক্তারও ছিলো। দেবীগঞ্জ-ডোমার সড়কে পৌঁছলে পেছন থেকে আসা একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস তাদের অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাইমুদ্দিন মারা যান। 

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আনোয়ারা বেগমকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, অটোভ্যানটিকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যায়। তবে বরযাত্রীবাহী ওই বহরের দুটি মাইক্রোবাসকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন