News71.com
 Bangladesh
 14 Jun 19, 02:30 PM
 121           
 0
 14 Jun 19, 02:30 PM

বাজেট গরিব-মধ্যবিত্তকে আরো দরিদ্র ও অসহায় করে তুলবে॥ সিপিবি’র বিবৃতি

বাজেট গরিব-মধ্যবিত্তকে আরো দরিদ্র ও অসহায় করে তুলবে॥ সিপিবি’র বিবৃতি

নিউজ ডেস্কঃ ২০১৯-২০ অর্থবছরের বাজেট লুটেরা ধনিকদের আরও ধনী করবে এবং গরিব-মধ্যবিত্তকে আপেক্ষিকভাবে আরো দরিদ্র করে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়। সেই বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে সিপিবি নেতারা এক বিবৃতিতে দিয়েছেন। এতে গরিব-মধ্যবিত্তকে আপেক্ষিকভাবে আরো দরিদ্র ও আর্থিকভাবে অসহায় করে তুলবে বলে দাবি করেছে সিপিবি। বাজেটকে তারা সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থরক্ষার গণবিরোধী দলিল হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন। বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, বাজেট প্রস্তাবের ভিত্তি হলো, পুঁজিবাদের নয়া উদারবাদী প্রতিক্রিয়াশীল দর্শন। এ দর্শনের মূলভিত্তি হলো, ধনিক তোষণ ও শ্রেণী-ধনবৈষম্য সৃষ্টি করা। এ বাজেটে রাষ্ট্রীয় চার মূলনীতির অন্যতম সমাজতন্ত্রের কোনো প্রতিফলন নেই। প্রস্তাবিত রাজস্ব আয়ে পরোক্ষ কর প্রত্যক্ষ করের দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

 

 

বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ অপ্রতুল জানিয়ে তারা বলেন, অর্থমন্ত্রী যখন সংসদে বাজেট পড়ছেন তখন কৃষকরা বাধ্য হয়ে তাদের ধান বিক্রি করে দিচ্ছেন উৎপাদন ব্যয়ের অর্ধেক দামে। সরকার খাদ্য শস্য সংরক্ষণের জন্য গুদামের অভাব দেখিয়ে কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য শস্য ক্রয় করছে না। তারা প্রতিটি ইউনিয়নে স্বল্পকাল মজুদের উপযোগী একটি করে শস্য গুদাম তৈরির জন্য বর্তমান বাজেটে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের আহ্বান জানান। যা প্রস্তাবিত বাজেটের ১ শতাংশ মাত্র।   বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়, ভ্যাটসহ পরোক্ষ কর থেকে এ বর্ধিত রাজস্ব আদায়ের যে প্রস্তাব করা হয়েছে, তা সব পণ্য ও সেবার মূল্যবৃদ্ধি ঘটিয়ে মূল্যস্ফীতির হারকে অসহনীয় পর্যায়ে নিয়ে যাবে। আর এ দুঃসহ ভারের সবটাই বহন করতে হবে গরিব-মধ্যবিত্তসহ সাধারণ নাগরিকদের। অথচ বিত্তবানদের উপর ধার্য প্রত্যক্ষ কর মূলত একই পর্যায়ে রাখা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর রেয়াত অব্যাহত রাখা হয়েছে। খেলাপি ঋণগ্রহীতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিবর্তে সুদের হার কমানো হয়েছে। বাজেটে এভাবে গরিব জনগণের সম্পদ মুষ্ঠিমেয় লুটেরা ধনিকের হাতে প্রবাহিত করার প্রস্তাব করা হয়েছে। বাজেটের আসল লক্ষ্য হলো, জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন