News71.com
 Bangladesh
 13 Jun 19, 09:47 PM
 152           
 0
 13 Jun 19, 09:47 PM

তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি।।

তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন  রাষ্ট্রপতি।।

নিউজ ডেস্কঃ সাত দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি ১৪ ও ১৫ জুন দুশানবেতে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম সামিট অব কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

 

 

মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। তাজিকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানাবেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতির উজবেকিস্তান সফরের কথা রয়েছে। তিনি ১৯ জুন দেশে ফিরে আসবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন