News71.com
 Bangladesh
 13 Jun 19, 01:59 PM
 105           
 0
 13 Jun 19, 01:59 PM

মাদারিপুরে এসএসসি পাশ না করেই এমবিবিএস ডাক্তার ॥ অত:পর র্যাবের হাতে ধরা পড়ে শ্রীঘরে

মাদারিপুরে এসএসসি পাশ না করেই এমবিবিএস ডাক্তার ॥ অত:পর র্যাবের হাতে ধরা পড়ে শ্রীঘরে

নিউজ ডেস্কঃ চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি তো দূরের কথা, মাধ্যমিকের গণ্ডিও পেরোননি তিনি। কিন্তু নামের শেষে যোগ করেছেন ‘এমবিবিএস ডিগ্রি’! দীর্ঘদিন ধরে এভাবেই মাদারীপুরের কালকিনি উপজেলায় চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন তিনি। অবশেষে ফাঁস হয়েছে তার পরিচয়, আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে এমদাদ প্যাদা (৫০) নামে এই ভূয়া চিকিৎসককে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খাসেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সামাদ শিকদার।

 

আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার খাসেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ভূয়া চিকিৎসক এমদাদ প্যাদাকে আটক করা হয়। চিকিৎসা শাস্ত্রে কোনো ডিগ্রি, এমনকি এসএসসি পাশ না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে এলোপ্যাথি, আয়ুর্বেদীসহ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।র্যা ব আরও জানায়, যে কোনো সাধারণ রোগেও স্টেরয়েড ইনজেকশন ও ট্যাবলেটের সহায়তায় চিকিৎসা দিতেন এমদাদ। এসব ওষুধ মানব দেহের জন্য বিপজ্জনক। অভিযানে তার চেম্বার থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ইফতেখারুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন এমদাদ। আটকের পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের দণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন