নিউজ ডেস্কঃ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুর পলাতক খুনিদের কেন দেশে ফিরিয়ে আনা হচ্ছে না-এ নিয়ে জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা দীর্ঘদিন বিচারের বাইরে ছিলো। খুনি মোস্তাক, জিয়াউর রহমান এদের বিচারের পথ বন্ধ করে রেখেছিলো। কিন্তু শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর এদের বিচারের ব্যবস্থা করেন। তবে এখনও কয়েকজন খুনি যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে পালিয়ে আছে। সেখানে বসে এরা সরকার উৎখাতের চক্রান্ত করছে। অথচ এরা মানবতার কথা বলে। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।
আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাসিম বলেন, এদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্য কর করার ব্যবস্থা করতে হবে। তাদের কেন ফিরিয়ে আনা হচ্ছে না। ওই দেশগুলো কেন এদের ফিরিয়ে দিচ্ছে না। এদের ফিরিয়ে আনার ব্যাপারে এখন পর্যলন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সংসদে জানাতে হবে। এসব খুনিদের ফিরিয়ে আনা না হলে তারা নতুন করে চক্রান্ত শুরু করবে। তিনি বলেন, নূর চৌধুরী, রশীদ এরা কিভাবে বিদেশে পালিয়ে থাকে। এদের দেশে ফিরিয়ে আনতে হবে। এর আগে আজ বুধবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।