নিউজ ডেস্কঃ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ে ৫ শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রোগীর স্বজন ও ডিউটি ডাক্তার জানায়, সকাল ৭টার দিকে হঠাৎ করে ওয়ার্ডের বিকট শব্দে খসে পলেস্তারার এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগী স্বজনদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
আতদের হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহদের মধ্যে ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে মাইজদি ফায়ার স্টেশনের লোকজন ঘটনাস্থল গিয়ে অন্যন্য রোগীদের বের করে আনে।হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আব্দুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।