News71.com
 Bangladesh
 11 Jun 19, 01:35 PM
 135           
 0
 11 Jun 19, 01:35 PM

নিয়ম না মানায় ইন্টারনেট সেবা প্রদানকারী ১৬ প্রতিষ্ঠানকে বিটিআরসি’র জরিমানা॥

নিয়ম না মানায় ইন্টারনেট সেবা প্রদানকারী ১৬ প্রতিষ্ঠানকে বিটিআরসি’র জরিমানা॥

প্রযুক্তি ডেস্কঃ নিয়ম না মানার অভিযোগ এনে ইন্টারনেট সেবা প্রদানকারী ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই অভিযোগে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ১৬টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।লাইসেন্স না নিয়ে ইন্টারনেট সেবা দেওয়া, নির্ধারিত এলাকার বাইরে ইন্টারনেট সেবা দেওয়া, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইথ প্রদান ও লগ সার্ভার স্থাপন না করার কারণে ১৬টি প্রতিষ্ঠানকে এসব মামলা ও জরিমানা করা হয়।

জরিমানার মুখে পড়া এই ১৬টি প্রতিষ্ঠান হলো- রংপুর সদরের উইমস অনলাইন, মায়া সাইবার ওয়ার্ল্ড, স্টারগেট কমিউনিকেশন, ঢাকার আশুলিয়ার সাইবার নেট কমিউনিকেশন ও সার্কেল নেটওয়ার্ক, রাজধানীর পান্থপথের ঢাকা ফাইবার নেট, মহাখালীর জেএফ অপটিক্যাল সার্ভিস, লালবাগের জেএক্স অনলাইন, ওয়ারির নেট ক্যাফে, বাড্ডার ট্র্যায়াঙ্গল কমিউনিকেশন, উত্তরার মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া, কাঁঠালবাগানের মেগাসিটি লিংক, মোহাম্মদপুরের এশিয়া নেট, লালবাগের জেএস নেটওয়ার্ক, কলাবাগানের স্পিড লিংক এবং কামরাঙ্গীর চরের রাফিন স্যাটেলাইট।এর আগে গত ২০ মে বিটিআরসি একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন