News71.com
 Bangladesh
 11 Jun 19, 01:28 PM
 150           
 0
 11 Jun 19, 01:28 PM

সংসদে জাতীয় ইস্যুতে কথা বলতে দলীয় এমপিদের নির্দেশ দিল বিএনপি॥

সংসদে জাতীয় ইস্যুতে কথা বলতে দলীয় এমপিদের নির্দেশ দিল বিএনপি॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এই অধিবেশনে যোগ দিয়ে জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছে বিএনপি। একইসঙ্গে কারাবন্দি খালেদা জিয়ার মামলার বিভিন্ন দিক ও তার মুক্তির বিষয় নিয়ে কথা বলতে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে স্কাইপে যোগ দেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আব্দুস সাত্তার জানান, সংসদ অধিবেশন নিয়ে দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। যেন আমরা সবাই ঠিক থাকি, সবকিছুর ঠিকঠাক জবাব দিতে পারি, নিয়মিত অধিবেশনে যোগ দিই এসব ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে দল থেকে। তিনি বলেন, সংসদে যোগদানের সুযোগের কীভাবে সদ্ব্যবহার করতে পারি, সে বিষয় নিয়ে কথা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন