News71.com
 Bangladesh
 11 Jun 19, 01:25 PM
 79           
 0
 11 Jun 19, 01:25 PM

ভাষা শিখিয়ে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান॥পররাষ্ট্রমন্ত্রী

ভাষা শিখিয়ে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান॥পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরের মধ্য দিয়ে দেশটির বাজার বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জাপান জাপানি ভাষা শিখিয়ে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে। দেশে অনেক দক্ষ জনবল ও পেশাজীবী আছে। তাদের জন্য ভালো সুযোগ সৃষ্টি হলো। তিনি আরো বলেন, ২০২২ সালে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হবে। সে সময় জাপানের সম্রাট-সম্রাজ্ঞীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হবে। ‘কূটনৈতিক ব্যর্থতার কারণে বিদেশে কর্মী যাওয়া কমছে’ মহল বিশেষের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক ব্যর্থতা যাঁদের বলার তাঁরা বলেন। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের শ্রমবাজার উন্মুক্ত করে দিয়েছে।

তবে সৌদি আরবের মতো অনেক দেশে চাকরি কমে যাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদিতে নারী শ্রমিকদের সমস্যার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেদ্দা সফরকালে তিনি দুই ধরনের মত জানতে পেরেছেন। এক নারী বলেন, আপনারা যতটা শুনেন বাস্তবে এতটা না। সোয়া দুই লাখ নারী এসেছে। পাঁচ-দশ হাজারের দুঃখের কাহিনী আমরা শুনি। বাকিরা আয়-রোজগার করছে। অনেক নারী যাওয়ার পর নিয়োগকারীর কাছ থেকে পালিয়ে চলে যান। আসল নিয়োগকারীর কাছে থাকেন না। এতে নানা সমস্যা সৃষ্টি হয়। সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার সৌদি বিনিয়োগ প্রস্তাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনো কাজ করছি। সৌদি যা চাচ্ছে তা পুরোপুরি দ্রুত আমরা দিতে পারছি না। তারা এখনো বাংলাদেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ থেকে সৌদিতে সামরিক বিশেষজ্ঞ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশ থেকে সামরিক বিশেষজ্ঞ নেবে। এ ছাড়া বাংলাদেশ প্রশিক্ষকও পাঠাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন