নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে এর ঢাকা আঞ্চলিক কার্যালয় ও আবাসিক ভবন নির্মাণ করা হবে। ঢাকার তিন স্থানে ছয়টি ভবন নির্মাণ, সদর দফতর ঊর্ধ্বমুখী করা, মসজিদ নির্মাণসহ বেশকিছু উন্নয়ন কাজও করা হবে।‘বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা আঞ্চলিক অফিস ও আবাসন ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় এই কাজগুলো করা হবে। এতে ব্যয় হবে ৩০৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা। এর পুরোটাই ব্যয় করবে বাংলাদেশ সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উদ্যোগে বাংলাদেশ কোস্টগার্ড এবং গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পের ওপর ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে পিইসি সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উঠতে পারে।