News71.com
 Bangladesh
 10 Jun 19, 09:58 PM
 77           
 0
 10 Jun 19, 09:58 PM

একাদশে পছন্দের কলেজ পায়নি ৯৭ হাজার শিক্ষার্থী ।।

একাদশে পছন্দের কলেজ পায়নি ৯৭ হাজার শিক্ষার্থী ।।

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে সারা দেশে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন পছন্দের কলেজ পেলেও ৯৭ হাজার ৮১০ জন ভর্তিচ্ছু তাদের পছন্দের কলেজ পাননি।গতকাল রবিবার দিবাগত রাতে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাচ্ছেন।একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন আবেদন করেন। তার মধ্যে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।প্রায় ৯৭ হাজার পছন্দের কলেজ বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ ধারী রয়েছে ৪ হাজার ৫৭২ জন। এদের মধ্যে ঢাকা বোর্ডে ১ হাজার ৮৪৩ জন মেধাবী শিক্ষার্থীরা তাদের পছন্দমতো কলেজে ভর্তি হতে পারছেন না। পরের অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। মোট ১৪ হাজার ৫৩০ জন বঞ্চিত হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ ধারী রয়েছে ১ হাজার ২৪৩ জন। তার পরের অবস্থানে কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৬৯৩, এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৫২৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হননি। একইভাবে সকল শিক্ষা বোর্ডেই ভর্তি বঞ্চিতের সংখ্যা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন