
নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে আয়োজিত দুইটি আলোচনা সভায় যোগ দিতে নির্বাচন কমিশনের (ইসি) যাতায়াত ভাড়া বাবদ খরচ হয়েছে সাড়ে সাত লাখ টাকা। সেই সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী এবং বিদায়ী ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।ইসি কর্মকর্তারা জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রস্তুতি বিষয়ক আলোচনায় অংশ নিতে পার্বত্য জেলা রাঙামাটিতে গিয়েছিলেন সিইসি। ১৮ ডিসেম্বরের সেই সফরে সিইসি কেএম নূরুল হুদাসহ তার দুই সফরসঙ্গী রাঙামাটি ও চট্টগ্রামে দু’টি আলোচনা সভায় অংশ নেন।রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং চট্টগ্রামে কাজী দেউড়ীর ইন্টারন্যাশনাল কনভেশন হলে অনুষ্ঠিত সভায় অংশ নিতেই এই বিপুল পরিমাণ টাকা খরচ হয়।
ব্যয় বেশি হওয়ার কারণ সম্পর্কে জানা গেছে, সিইসি সেদিন সভায় গিয়েছিলেন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে করে। তিনি এবং তার সফরসঙ্গীরা মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট আকাশে ছিলেন। প্রতি ঘণ্টায় খরচ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ২৬১ দশমিক ৪৪ টাকা। ফলে ৩ ঘণ্টা ১৫ মিনিটের জন্য খরচ ৬ লাখ ৩৭ হাজার ৮৫০ টাকা। এই টাকার সঙ্গে ভ্যাট যোগ হয়েছে ৯৫ হাজার ৬৭৮ টাকা। সব মিলিয়ে যাতায়াত ভাড়া ৭ লাখ ৩৩ হাজার ৫২৮ টাকা।জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারের পেছনে ইসির মোট ব্যয় হয়েছে ২ কোটি ৫০ হাজার ১১ টাকা। এর মধ্যে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে ৫৭ ঘণ্টা ৩০ মিনিট এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সহায়তা নেয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৭৮৮ টাকা। এভাবে আরো বিভিন্ন কাজে উপরে উল্লেখিত টাকা খরচ হয়েছে।