News71.com
 Bangladesh
 09 Jun 19, 08:14 PM
 130           
 0
 09 Jun 19, 08:14 PM

বন্দরে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

বন্দরে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

 নিউজ ডেস্কঃ বন্দরে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুসরাত নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগম (২২) গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে বন্দরের মুছাপুর গ্রামের ডুমুরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু নুসরাত মুছাপুর এলাকার নাসির মিয়ার মেয়ে। আহত স্বপ্না বেগমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সিএনজিযাত্রী কামনা আক্তার জানান, তিনি মামী স্বপ্না বেগম ও মামাতো বোন নুসরাতের সঙ্গে মুছাপুর থেকে সিএনজিযোগে মিনারবাড়ি যাচ্ছিলেন। সিএনজিটি মুছাপুর ডুমুরতলা এলাকায় পৌঁছুলে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় মামী ও মামাতো বোন সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পুলিশের গাড়ির চাকায় নুসরাত ও মামী স্বপ্না বেগম পিষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা বেগতিক দেখে দুজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু নুসরাত মারা যায়। বর্তমানে শিশুটির মা স্বপ্না বেগমের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী জানান, পুলিশের গাড়িতে তখন কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন ছিলেন। এ ব্যাপারে কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন বলেন, তার গাড়ির চাকায় পিষ্ট হয়নি। তার গাড়ির সামনে মা-মেয়ে সিএনজি থেকে ছিকটে রাস্তায় পড়ে আহত হন। পরে শুনেছি শিশুটি হাসপাতালে মারা গেছে। এ ব্যাপারে বন্দর ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় শিশু নিহত ও শিশুর মা আহত হয়েছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এদিকে দুর্ঘটনায় পর সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন