
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র নারী এমপি হিসেবে শপথ নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর শপথ নিয়েই তিনি বর্তমান সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় সংসদ ভবনে রুমিনকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । শপথ শেষে রুমিন বলেন, খুব খুশি হবো আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ একদিনের বেশি না হলে। এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনও তা বলছি।
বর্তমান সংসদকে অবৈধ বলার পরেও ঠিক কী কারণে রুমিন সেই সংসদেরই একজন সদস্য হিসেবে শপথ নিলেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুব পরিষ্কার। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক স্পেস। আমাদের কথা বলার জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সেই অর্থে দেখতে পাচ্ছি সংসদ একটি ভালো অ্যাভিনিউ যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের দলের কথা, দেশের কথা ও মানুষের কথা বলার জন্য। আর সেই স্পেসটা ব্যবহার করার জন্য আমাদের এই সংসদে আসা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন বঞ্চিত করে কারাগারে রাখা হয়েছে এর পুরোটাই বেআইনি। বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলবো। তিনি বলেন, এই সংসদ অবৈধ। কেবলমাত্র নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে কথা বলতেই বিএনপি সংসদে যোগ দিয়েছে।
একাদশ জাতীয় সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে দলের পক্ষ থেকে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়া হয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন তিনি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানা একটি পরিচিতি মুখ।