News71.com
 Bangladesh
 08 Jun 19, 09:37 PM
 191           
 0
 08 Jun 19, 09:37 PM

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে।।আহত ৪০ জন

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে।।আহত ৪০ জন

নিউজ ডেস্কঃ গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে বুড়িরঘর এলাকায় আজ শনিবার নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পরে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়। তিনি আরও জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন