News71.com
 Bangladesh
 08 Jun 19, 09:26 PM
 132           
 0
 08 Jun 19, 09:26 PM

আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই॥বিএসএমএমইউ’তে বোমা উদ্ধার সম্পর্কে ওবায়দুল কাদের

আমরা সতর্ক আছি, তবে শঙ্কিত নই॥বিএসএমএমইউ’তে বোমা উদ্ধার সম্পর্কে ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ কাদের বলেছেন, 'আমরা সতর্ক আছি, শঙ্কিত নই।'আজ  শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামীলীগের সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সংসদের সদস্যদের নিয়ে সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি পেট্রোল বোমা পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমনটি হতেই পারে। আজকাল ট্যারোরিজম একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমরাও কোনো বিচ্ছিন্ন দেশের বাসিন্দা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মত কিছু ঘটেনি। আমরা সতর্ক আছি, শঙ্কিত নই।

 

এদিকে, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি জেলা থেকে দুই জন করে দলের প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি জেলা থেকে দুই জন করে দলের প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম পাঠানোর নির্দেশ দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেত্রীর নির্দেশনায় আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের নেত্রীর সম্মতি নিয়ে অনুষ্ঠানসূচি নির্ধারণ করেছি। আগামী ২৩ জুন থেকে ২৩ জলাই পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি চলবে। সারা দেশে জেলা উপজেলায় সভা-সমাবেশ, সেমিনার, র্যালি, আলোচনা সভা, পুস্তিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর রাজধানী ঢাকায় ৩ দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও উপ- দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন