নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে যাওয়া বাংলাদেশ বিমানের পাইলটকে কাতারে আটক করা হয়েছে। ভুলে পাসপোর্ট সঙ্গে না নেয়ায় কাতারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন। গতকাল বুধবার (০৫ জুন) দিনগত রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, বিশেষ ব্যবস্থায় তার পাসপোর্ট পাঠানো হয়েছে কাতারে। তবে এক্ষেত্রে পাইলটের গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। এছাড়া পাসপোর্ট ছাড়া তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হলেন সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
জানা গেছে, আগামী ৮ জুন বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতেই গতকাল বুধবার (০৫ জুন) দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অত্যাধুনিক বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। ভিভিআইপি এ বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। আর তিনি গতকাল পাসপোর্ট ছাড়াই ঢাকা থেকে কাতার যান, যেটি ধরা পড়ে কাতারের ইমিগ্রেশনে। পরে তাকে ইমিগ্রেশনে আটকে রাখা হয়। কারন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারও দেশত্যাগ কিংবা অন্যদেশে প্রবেশের সুযোগ নেই। এদিকে পাসপোর্ট ছাড়া একজন পাইলট কীভাবে নিজ দেশের ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন এটি নিয়ে তোলপাড় চলছে।