নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে সড়কে পাল্লা দেয়ার সময় দুই বাসের চাপায় পড়ে আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাস দুটি ভাংচুরের পর একটিতে আগুন ধরিয়ে দেয়।মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলা স্কুলের সামনের সড়কে পরীস্থান ও খাজাবাবা পরিবহনের দুটি বেপরোয়াভাবে পাল্লা দিচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দু’টি সড়কে পাল্লাপাল্লি করে চলছিল, একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে এর নিচে চাপা পড়ে একটি সিএনজি অটোরিকশা ও একটি রিকশা। এতে ওই গাড়িগুলোর তিনজন আহত হয়।আহতদের হাসপাতালে পাঠানোর পর জনতা বাস দুটি আটকে ভাংচুর শুরু করে, পরে আগুন ধরিয়ে দেয়।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, উত্তেজিত জনতা পরীস্থান বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।ডিএমপির পল্লবী জোনের সহকারী কমিশনার এস এম শামীম জানিয়েছেন, পরীস্থান বাসের চালককে আটক করা হয়েছে।