নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জায়গায় ঈদের প্রধান জামাতে ভোগান্তিতে পড়তে হয়েছে মুসল্লিদের। অনেককে খোলা আকাশের নিচে ভিজে ঈদের নামাজ পড়তে হয়েছে। জামাত শেষ হলেও ঈদের দিনের বাকি সময়টুকু বৃষ্টির সঙ্গে নিয়ে কাটানো লাগতে পারে দেশের বড় একটা অংশের। বাংলাদেশ আবহাওয়া বিভাগের মতে, আজ রাতেও ঢাকাসহ পাঁচ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।আজ বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অন্যান্য জায়গাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।