News71.com
 Bangladesh
 03 Jun 19, 10:13 PM
 216           
 0
 03 Jun 19, 10:13 PM

ঈদের তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির বৈঠক॥

ঈদের তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির বৈঠক॥

নিউজ ডেস্কঃ শাওয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে নিয়ে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন (৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭) ও ফ্যাক্স (৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১) নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন