News71.com
 Bangladesh
 03 Jun 19, 07:15 PM
 89           
 0
 03 Jun 19, 07:15 PM

আগামীকাল দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ।।

আগামীকাল দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ-উল-ফিতর পালিত হবে। প্রতি বছরের মত এবারও চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর জাহাগিরিয়া মমতাজিয়া দরবার ও মির্জা খীল দরবারের অনুসারীরা একদিন আগে ঈদের নামাজ আদায় ও উৎসব পালন করবে। আগামীকাল মঙ্গলবার  সকাল ৯টায় জাহাগিরিয়া মমতাজিয়া দবরারের মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার এলাহাবাদ, বরকল, বরমা শেভন্দী, হাশিমপুর দোহাজারী, সাতবাড়িয়া, জোয়ারা এলাকায় উক্ত তরিকতে¦র অনুসারীরা ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন দরবারের সাহেবজাদা মতি মিয়া মনসুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন