
নিউজ ডেস্কঃ গুটি খেলা নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফ হাওলাদার (২০)। তিনি ওই গ্রামের দিনমজুর কালাম হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গুটি খেলা নিয়ে কয়েকদিন আগে নিহত আরিফের সঙ্গে কয়েক যুবকের বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকাল ১০টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন আরিফের গলায় ছুরি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আরিফকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে আরিফ মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই আরিফের মৃত্যু হয়। নিহত আরিফের বড় ভাই লিটন হাওলাদার জানান, বেলায়েত খানের ছেলে হাসিব খান চাকু দিয়ে আরিফের মাথায় কোপ দেয়। এতে আরিফের কান থেকে গলা পর্যন্ত জখম হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ, ঘটনার পর থেকে হাসিব পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।