News71.com
 Bangladesh
 02 Jun 19, 08:21 PM
 127           
 0
 02 Jun 19, 08:21 PM

সিলেটগামি ফ্লাইট বাতিল॥ শাহজালাল বিমান বন্দরে কাউন্টারে ভাঙচুর

সিলেটগামি ফ্লাইট বাতিল॥ শাহজালাল বিমান বন্দরে কাউন্টারে ভাঙচুর

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে সিলেটগামী একটি ফ্লাইট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করায় যাত্রীদের তোপের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আজ রোববার (২ জুন) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।এসময় যাত্রীরা বাংলাদেশ বিমান কাউন্টারে ভাঙচুর করেন। এমনকি যাত্রীদের তোপের মুখে পড়েন এয়ারলাইন্সটির কর্মকর্তারাও। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ রোববার রাত সাড়ে ৪টার বাংলাদেশ বিমানের সিলেটগামী বিজি-৪০৫ ও ৪০৬ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া সৈয়দপুরগামী ফ্লাইট বিজি-৪৯৩, বিজি-৪৯৪ বেলা ১টায় ও বিজি-৪৯৫, বিজি-৪৯৬ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং যশোরগামী বিজি-৪৬৫ ও বিজি-৪৬৬ বিকেল ৪টায় যাত্রার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ (রোববার) রাত সাড়ে ৪টার সিলেটগামী বিজি-৪০৫ ও বিজি-৪০৬ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর জেরে যাত্রীরা ক্ষুদ্ধ হয়ে বাংলাদেশ বিমানের কাউন্টারে ভাঙচুর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন