News71.com
 Bangladesh
 01 Jun 19, 10:40 PM
 177           
 0
 01 Jun 19, 10:40 PM

ঈদে গার্মেন্টস শ্রমিকদের বাড়ী পৌছে দিবে বিআরটিসির ৩০ বাস॥

ঈদে গার্মেন্টস শ্রমিকদের বাড়ী পৌছে দিবে বিআরটিসির ৩০ বাস॥

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরে গার্মেন্ট শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে পরিবহন সুবিধা দেয়ার উদ্দেশ্যে ৩০টি বাস বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী সোমবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের চৌরাস্তায় এসব বাস অবস্থান করবে। ওই দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গার্মেন্ট ছুটির পর এসব বাসে করে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবেন গার্মেন্টকর্মীরা। এ প্রসঙ্গে জানতে চাইলে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক) মো. মনিরুজ্জামান বাবু নিউজ৭১ কে বলেন, ঈদের সময় গার্মেন্ট কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।এছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন