News71.com
 Bangladesh
 01 Jun 19, 10:22 PM
 116           
 0
 01 Jun 19, 10:22 PM

নুসরাতের পরিবারকে পুলিশ সুপারের ঈদ উপহার ॥  

নুসরাতের পরিবারকে পুলিশ সুপারের ঈদ উপহার ॥   

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আগুন সন্ত্রাসে নিহত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের জন্য ঈদ সামগ্রী উপহার দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।আজ শনিবার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের পক্ষ থেকে নুসরাতের দাদা মাওলানা মোশাররফ হোসেনের হাতে ঈদ উপহার তুলে দেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ।

পুলিশ সুপারের বরাত দিয়ে মঈন উদ্দিন আহমেদ বলেন, পুলিশ প্রশাসন সব সময় নুসরাতের পরিবারের পাশে রয়েছে। নুসরাতের পরিবারের সদস্যদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে প্রতিদিন পুলিশের চারজন সদস্য নুসরাতের বাড়িতে নিরাপত্তা দিয়ে আসছে। তারা চাইলে যেকোনো ধরনের সহযোগিতার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।এ সময় সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার সাইফ উদ্দিন, উপ পরিদর্শক নাঈম উদ্দিন, নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান, ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন