নিউজ ডেস্কঃ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হারপাল সিং। গত বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দফতরে সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তের ‘বর্ডার রোড প্রজেক্টে’ কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। এ ‘বর্ডার রোড প্রজেক্ট’ বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে বলে আশাপ্রকাশ করেন তারা। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।