News71.com
 Bangladesh
 01 Jun 19, 11:24 AM
 104           
 0
 01 Jun 19, 11:24 AM

বাড়তি ভাড়া নেওয়ায় তিন বাস কোম্পানিকে জরিমানা ।।

বাড়তি ভাড়া নেওয়ায় তিন বাস কোম্পানিকে জরিমানা ।।

নিউজ ডেস্কঃ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে তিনটি পরিবহন কোম্পানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত।গতকাল শুক্রবার যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে নগরীর এ কে খান এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।অভিযানে শাহী সার্ভিস ও জোনাকি সার্ভিসকে ২৫ হাজার টাকা করে এবং মামুন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এস এম মনজুরুল হক বলেন, এ কে খান এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে অভিযান চালান তারা।“লক্ষ্মীপুরগামী শাহী সার্ভিসের টিকিটের দাম নেওয়া হচ্ছিল ৫০০ টাকা যেখানে তাদের ওই গন্তব্যের নিয়মিত ভাড়া ৩৩০ টাকা। পাশের জোনাকী সার্ভিসেও একই দাম নেওয়া হচ্ছিল।”সেখানকার কুষ্টিয়া-ঝিনাইদহগামী মামুন এন্টারপ্রাইজে কুষ্টিয়ার ভাড়া ৭৫০ টাকার জায়গায় ১২০০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।ওই এলাকার কয়েকটি কাউন্টারে গত সপ্তাহেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন