নিউজ ডেস্কঃ তিস্তার পানিবণ্টন চুক্তির সমাধান দেখার জন্য বাংলাদেশের জনগণ অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ। গতকাল শুক্রবার ভারতের হায়দারাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, ‘আমি বিশ্বাস করি খুব শীঘ্রই একটি চুক্তি হবে, যা এ বিষয়ে ভারতের অঙ্গীকার পূরণ করবে।’ জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়গুলো ‘খুব দ্রুত সমাধান হবে’। তবে তিনি নির্দিষ্টভাবে তিস্তার পানিবণ্টনের বিষয়টি উল্লেখ করেননি। সেই সাথে তিনি যৌথ নদী কমিশনকে জোরদার ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিস্তার পানিবণ্টনের বিষয়ে একটি চুক্তি ২০১১ সাল থেকে ঝুলে আছে। তবে ভারতের সরকার বাংলাদেশকে আশ্বাস দিচ্ছে যে তারা যত দ্রুত সম্ভব চুক্তিটি সম্পন্ন করতে কাজ করছে। নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য বুধবার নয়াদিল্লি যান প্রেসিডেন্ট হামিদ। হায়দরাবাদ হাউজে তাদের সাক্ষাৎ ও আলোচনায় রোহিঙ্গা ইস্যুও স্থান পায়। আবদুল হামিদ উল্লেখ করেন যে, রোহিঙ্গা সমস্যা শুধুমাত্র বাংলাদেশের জন্যই বোঝা হয়নি, সেই সাথে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি।
তিনি বলেন, ভারত বাংলাদেশের কাছের বন্ধু। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় তাদের মাতৃভূমিতে ফিরতে পারে সে জন্য রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরিতে ভারত চাপ প্রয়োগ করতে পারে। জবাবে মোদি বলেন, ভারত সব সময়ই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের একার সমস্যা নয়। এটা এখন সবার চিন্তার বিষয়। এ সমস্যা সমাধানে ভারত সব সময় বাংলাদেশের সাথে আছে। প্রেসিডেন্ট আবদুল হামিদ দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সম্পর্ক জোরদার ও সমৃদ্ধ হয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের কারণে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রেসিডেন্টর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলে