News71.com
 Bangladesh
 01 Jun 19, 11:08 AM
 248           
 0
 01 Jun 19, 11:08 AM

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥রোহিঙ্গাদের ফেরাতে কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥রোহিঙ্গাদের ফেরাতে কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইসলামী দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায় ওআইসি সম্মেলনের সমাপনী ও মূল পর্ব শুরু হয়। সেখানে সমবেত হন ৫৭ মুসলিম দেশের নেতৃবৃন্দ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে চলে ১৪তম ওআইসি সম্মেলন। নাইজেরিয়ার সরকারপ্রধানের পরই দ্বিতীয় বৃহত্তম এ আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের হতাশাজনক অবস্থানে দুঃখ প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এ সময় একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসিকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, কেউ অন্যায় কিছু করলে তার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রয়েছেন। ধর্মের নামে বিশ্বব্যাপী চলা সন্ত্রাসের তীর্ব সমালোচনা করেন সরকারপ্রধান। সন্ত্রাসীদের মূলোৎপাটনে ৪ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্র করেই ওআইসির জন্ম স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এ সংকট আজও বিদ্যমান। তাই বিভেদ ভুলে ভ্রাতৃত্বের চর্চাতেই উম্মাহর সমৃদ্ধি উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন