News71.com
 Bangladesh
 31 May 19, 06:34 PM
 199           
 0
 31 May 19, 06:34 PM

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়॥ ব্যারিস্টার মওদুদ আহমদ

সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়॥ ব্যারিস্টার মওদুদ আহমদ

নিউজ ডেস্কঃ সরকারের সদিচ্ছা ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার সকালে রাজধানীর কাজীপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসা দাবি করে ব্যারিস্টার মওদুদ বলেন, শুধু রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, লোভ বেশি থাকায় খালেদা জিয়ার মুক্তির শর্ত ছাড়াই বিএনপির ৫ এমপি সংসদে যোগ দিয়েছেন। জিয়াউর রহমানের আদর্শ থেকে সড়ে যাওয়ার কারণেই বিএনপির এ দুরবস্থা। যাদের কারণে দল কুলষিত হচ্ছে, তাদেরকে বিএনপি সরাতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন