News71.com
 Bangladesh
 31 May 19, 12:27 PM
 171           
 0
 31 May 19, 12:27 PM

টাকা আত্মসাত মামলায় ঢাকা ব্যাংকের ২ কর্মকর্তার ৭ বছর জেল॥

টাকা আত্মসাত মামলায় ঢাকা ব্যাংকের ২ কর্মকর্তার ৭ বছর জেল॥

নিউজ ডেস্কঃ ভুয়া কাগজপত্র জমা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ৭ বছর করে কারাদণ্ড ও ১ কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে মামলার আসামি বরিশালের অপর ৩ বিশিস্ট ব্যবসায়ীকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন আইনে দায়ের করা মামলায় বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিনুল হক গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দন্ডিত দুই সাবেক ব্যাংক কর্মকর্তা ঢাকা ব্যাংকের বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কেএইচএন আসাদুজ্জামান ও সাবেক সিনিয়র কর্মকর্তা মো. হুমায়ন কবীর রায় ঘোষনার সময় আদালতে অনুপস্থিত ছিলো। খালাস পাওয়া তিন ব্যবসায়ী হলেন ঢাকা-বরিশাল রুটের এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস, সিটি করপোশেনের টানা ৪ বারের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল এবং ব্যবসায়ী আলতাফ হোসেন তালুকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন