News71.com
 Bangladesh
 31 May 19, 12:23 PM
 195           
 0
 31 May 19, 12:23 PM

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস।।

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস।।

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, তামাকের কারণে পৃথিবীতে প্রতিবছর ৭০ লক্ষাধিক মানুষ অকালে মারা যায়। টোব্যাকো অ্যাটলাসের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতিবছর এক লাখ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন