নিউজ ডেস্কঃ আজ শুক্রবার গাবতলীতে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) । আর বিআরটিএ’র এই কার্যক্রম মনিটর করছেন মন্ত্রী স্বয়ং। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ উদ্যোগ নিয়েছে বিআরটিএ।